বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭

সোভিয়েত ও সিনেমা... (শেষ পর্ব)

বিপ্লবের পূর্বতী সময়, ১৯০৫ সালের ব্যর্থ অভ্যুত্থান এবং মহান বিপ্লবের পটভূমিতে নির্মিত হতে থাকে সোভিয়েতের শুরুর দিকের ছবিগুলো। 'strike', 'mother','battleship potemkin'য়ের মতো কালজয়ী সিনেমাগুলো তৈরী হয়। সমাজতান্ত্রিক ব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ডগগুলোতে রাশিয়ার জনগণের য়ে মহাযজ্ঞ পুরো দেশকে ইউরোপের পিছিয়ে পড়া দেশ থেকে নিয়ে আসে সমৃদ্ধির পথে সেই যৌথ খামার, পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো সিনেমার উপজীব্য হয়ে উঠে পরবর্তী সময়ে। নির্মিত হয় 'Counter plan','  The road of life', 'Golden hills'। এসময় আমরা দেখতে পাই ভ্লাদিমির প্যাট্রভের 'the storm', সার্জেই জেরাসীমভের 'We are from Krosdat', ভাসিলি ব্রাদার্সের ' Chapayev' মুভিগুলো।
২য় বিশ্বযুদ্ধে রাশিয়ান চলচ্চিত্রের এক কঠিন পরীরীক্ষা শুরু হয়।হিটলারের ফ্যাসীবাহিনী সোভিয়েত আক্রমণে পর্যুদস্ত পিতৃভূমি রক্ষার লড়াইয়ে চিত্রনির্মাতারা ক্যামেরা ফেলে হাতে তুলে নেন রাইফেল।এই ২য় বিশ্বয়ুদ্ধে ফ্যাসীবাদী-সাম্রাজ্যবাদী য়ুদ্ধের উপর পরবর্তীতে বিশ্বের সামনে মাথা তুলে দাঁড়ায় ' Ballard off soldiers, 'Ivan's childhood ', ' ordinary facism', 'story of flaming years' য়ের মত আরো সোভিয়েত সৃষ্টি। এই সৃষ্টিকালীন সময়ে আত্মপ্রকাশ ঘটে বিখ্যাত চলচ্চিত্রকার আন্দ্রেই তারকোভস্কির।Ivan's childhood য়ের মধ্য দিয়ে খ্যাতিমান এই নির্মাতা সর্ম্পকে সর্বকালের অন্যতম সেরা পরিচালক ইংমার বার্গম্যান বলেছেন-" আমার কাছে তারকভোস্কিই সেরা পরিচালক।তিনি চলচ্চিত্রে নতুন ভাষা দিয়েছেন।এ এমনই এক ভাষা যা চলচ্চিত্রের প্রকৃতির জন্য খুবই উপয়োগি।এই ভাষা সিনেমায় জীবনের প্রতিফলন ও স্বপ্ন তুলে ধরে"।
'আন্দ্রে রুভলব', 'স্টকার', 'সোলারিস' ছবিগুলো তারকভস্কির উল্লেখযোগ্য সিনেমাগুলোর কয়েকটি।
সোভিয়েত সিনেমার নানা সমালোচনার মধ্যেও এমন কিছু মহৎ শিল্পকর্ম নির্মাণ ঘটে যা বুর্জোয়া মিডিয়া ও অস্বীকার করতে পারে নি।সার্জেই বন্দুরাকের 'War and peace' সম্পর্কে ফরাসী La figaro পত্রিকা লেখেঃ 'Go to see War andnd peace; It is, of course, one of the most splendid works off arts.one of the most thrilling and memorable films ever work."
বিখ্যাত চলচ্চিত্র নির্মাণ ও শিল্পী চার্লি চ্যাপলিন ছিলেন সোভিয়েত চলচ্চিত্রের অনুরাগী। জীগা ভার্তবের Enthusiasm সম্পর্ক চ্যাপলিনের মন্তব্যঃ''Never had I known that these mechanical sounds could be arranged to see so beautiful. I regard it as one of the most exhilarating symphonies I have heard".
সমাজতান্ত্রিক সমাজ কেমন হবে,কি নিয়ে লড়বে ভবিষ্যতের মানুষ তাও ছিলো সোভিয়েত সমাজ ও অক্টোবর বিপ্লবের আরেক ঐতিহাসিক চ্যালেঞ্জ। মানুষে মানুষের সম্পর্ক সমাজ থেকে বিচ্ছিন্ন নয়।এমনকি শিল্প-সংস্কৃতি ও যে সামাজিক দায়হীন কোন ভাবচর্চার বিষয় নয় তাও তুলে ধরে সোভিয়েত সিনেমা। "The Communist ", "I am twenty" ,"the journalist" সিনেমায় তুলে ধরা হয় সেই সমাজের প্রতিকৃতি। শ্রেণিভাবচেতনায় নির্মাণ ঘটায় শৈল্পিক চিত্র।
সোভিয়েত বিপ্লব গড়ে তুলেছিলো নতুন সমাজ। অবসান ঘটিয়েছিলো মানব সমাজের শোষন-বঞ্চনার যুগ।সভ্যতার নতুন অধ্যায় নির্মাণ করে মানুষকে দিয়েছিলো সত্যিকার মর্যাদা ও স্বপ্নপূরণের অঙ্গীকার।সোভিয়েত দেখিয়েছিলো সমাজের মুক্তি না ঘটলে সংস্কৃতির মুক্তি সম্ভব নয়। সোভিয়েত চলচ্চিত্র ও ছিলো সেই স্বপ্নময় দুনিয়ার সেলুলয়েড দর্পণ।
আজ সোভিয়েত নেই।প্রতিবিপ্লবী শক্তি পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। সারা পৃথিবী আজ সাম্রাজ্যবাদী -পুজিঁবাদী ব্যবস্থায় শৃঙ্খলিত।প্রযুক্তির উৎকর্ষতা যত উন্নত হচ্ছে,ধসে যাচ্ছে তার অতীত সকল সৃষ্টি,মানবিকতা ও ভবিষ্যত সম্ভাবনা।৯০'য়ের সোভিয়েত পতনে উল্লসিত ধনবাদী ব্যবস্থা জেঁকে ধরেছে অস্ত্রের বাজার, বাজারী পণ্যে পরিণত করেছে মানুষের সকল নান্দনিকতা ও বৃত্তির সুকুমার চর্চা। তাই বিশ্বশ্রমজীবী মানুষকে আবারো দাঁড়াতে হবে- সভ্যতার স্রষ্টা হিসেবে, বাঁচাতে হবে মানবজাতিকে।সেই স্বপ্নের পৃথিবী গড়তে সোভিয়েত সিনেমা  মেহনতি বিশ্বকে ভবিষ্যত পথ দেখাবে ।
#জয়তু_সোভিয়েত_সিনেমা ।
তথ্যসহযোগিতায়ঃ
*অক্টোবর বিপ্লব ও সিনেমা-জহির রায়হান ।
*সেভলদ পুদদভকিন- ডেভিড গিলেস্পি ।
*তারকভর্স্কি জীবনী ।


EmoticonEmoticon