রবিবার, ২০ মে, ২০১৮

ভগবান অর্থ কি?

ভগ অর্থ হল যোনি। যা যে কোন মেয়েরই আছে। বান অর্থ হল যার মধ্যে আছে। তো ভগবান অর্থ হল যার শরীরে ভগ অর্থাৎ যোনি আছে সেই হল ভগবান। শব্দটির যেই অর্থ তাতে বুঝা যায় মেয়েরাই ভগবান। কিন্তু না। মেয়েদেরকে এখানে ভগবান চিন্তা করা হয়নি।
সাধারণত হিন্দুরা 'ভগবান এ নামটিকে ঈশ্বর-এর উদ্দেশ্যেই ব্যবহার করে থাকে। আসলে ভগবান, ঈশ্বর, পরমেশ্বর bv বা নিরাকার ব্ৰহ্ম এক কথা নয়। ভগবান হচ্ছে দেবরাজ ইন্দ্রের একটি কুখ্যাত উপাধি মাত্র।
ইন্দ্র ছিলেন শৌর্য-বীর্য ও জ্ঞান-বিজ্ঞানে অতি উন্নত এবং সর্বশ্রেষ্ঠ দেবতা। তাই তাঁর একনাম ‘দেবরাজ। কিন্তু দেবরাজ হলে কি হবে, তাঁর যৌন চরিত্র ছিলো নেহায়েত মন্দ। তিনি তাঁর গুরুপত্নী অহল্যার সতীত্ব নষ্ট করায় গুরুর অভিশাপে তাঁর সর্বাঙ্গে এক হাজার ‘ভগ (যোনি) উৎপন্ন হয় এবং তাতে ইন্দ্রের নাম 'ভগবান (ভগযুক্ত) হয়। অতঃপর উক্ত ভগ চিহ্নগুলো চক্ষুরূপ লাভ করলে ইন্দ্রের আর এক নাম হয় সহস্ৰলোচন। ভগবান শব্দটি হচ্ছে ইন্দ্রের অনৈতিক একটি স্মারকলিপি, নিন্দনীয় বিশেষণ। কিন্তু কুখ্যাত ভগবান আখ্যাটি পেয়েও তিনি তাঁর ব্যভিচারে ইস্তফা দেননি। কিকিন্ধ্যার (মধ্যভারত) অধিপতি রক্ষরাজের পত্নীর গর্ভে ‘বালী রাজের জন্ম হয়েছিলো ভগবান ইন্দ্রের ব্যভিচারের ফলে।

1 মন্তব্য(গুলি) so far


EmoticonEmoticon